Android এর যে App টি নিয়ে কথা বলব তা
সম্বন্ধে হয়তো অনেকেই অবগত আছেন।
যারা জানেন না তাদের জন্য। অনেকের সাধের Android Phone টি সব
ঠিকঠাক মত চললেও Bangla Font চিনতে
পারে না৷ ফলে অনেক ভোগান্তি পোহাতে
হয়৷ কারন, আমাদের মনের ভাব প্রকাশে
অহরহ বাংলা শব্দের ব্যবহার করতে হয়৷
এই বিষয়ে যারা ভোগান্তিতে আছেন, এই ছোট্ট App টি তাদের জন্য৷
এর সমাধানে App টি আপনার Devise থেকে
ইনস্টল করুন৷ এবার আপনার ফোনের
Settings থেকে Display তে যান৷ Font
Style থেকে Bangla Font টি Select করুন৷
ফোন Restart চাইলে Restart করুন৷
আপনি ঝামেলা থেকে মুক্তি পেলেন৷ এখন আপনার ফোনে সুন্দর ভাবে Bangla Font
গুলো দেখতে পাবেন৷ মনে হয়, App টি ব্যবহারে উপকৃত হবেন।
অ্যাপ ডাউনলোড লিংকঃ
1.bp.blogspot.com/-pgh9BVQAwLo/VEel-j4FNoI/AAAAAAAABDE/7ip8DQJTPVg/s1600/Download-button-now.png
No comments:
Post a Comment