দরকার
শুধু একটুখানি এম বি, তাতেই দেখা যাবে সব
টিভি
চ্যানেল। দেশীয় চ্যানেলগুলো তো
থাকবেই,
থাকবে বিদেশিগুলোও। শুধু তা-ই নয়, পাওয়া
যাবে
চ্যানেলের অনুষ্ঠান সূচি। প্রিয় অনুষ্ঠান যাতে
বাদ না পড়ে যায়, সেজন্য রয়েছে
রিমাইন্ডারের
ব্যবস্থা।
সবই করা যাবে মোবাইলে, ‘টিভি বাংলাদেশ’ নামের একটি অ্যান্ড্রোয়েড অ্যাপসে।
প্রাথমিকভাবে 5০টিরও বেশি চ্যানেল রয়েছে অ্যাপসটির তালিকায়। কথা না বলে অ্যাপটি ডাওনলোড করে নিন।
App size | 7.25 MB
ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
আশা করি আজকের এই এপ্সটি আপনাদের
খুব ভাল
লাগবে।
অনেকেই হয়ত এমন অ্যাপ ই খুজতেছিলেন।
তাই আজ পেয়ে গেলেন।
সবই করা যাবে মোবাইলে, ‘টিভি বাংলাদেশ’ নামের একটি অ্যান্ড্রোয়েড অ্যাপসে।
প্রাথমিকভাবে 5০টিরও বেশি চ্যানেল রয়েছে অ্যাপসটির তালিকায়। কথা না বলে অ্যাপটি ডাওনলোড করে নিন।
অনেকেই হয়ত এমন অ্যাপ ই খুজতেছিলেন।
তাই আজ পেয়ে গেলেন।
No comments:
Post a Comment