গুগল প্লে স্টোর থেকে আমরা
সবাই কম বেশি আমাদের
এন্ড্রয়েড গ্যাজেট এর জন্য এ্যাপ
ইনস্টল করি অথবা ডাওনলোড করি
। কিন্তু আপনি চাইলেও পারেন
ঘরে বসেই গুগোল প্লে স্টোর-এ
আপনার তৈরি করা Game বা App
Upload করতে পারেন। সেটা
আপনি চাইলে Android দিয়েও
করতে পারেন। তবে পিসি
থাকলে পিসিতে করা ভালো।
যারা মোবাইল দিয়ে করবেন,
তারা Uc browser দিয়ে করবেন।
আর কম্পিউটারে fairfox বা chromo
বা Internet explorer দিয়ে করবেন।
প্রথমেই আপনার লাগবে একটি
গুগল একাউন্ট অর্থ্যাৎ একটি
জিমেইল একাউন্ট ।
কিন্তু যাদের Gmail নাই, তারা
খলে নিন।
এবার http://gmail.com এ গিয়ে sign
in করুন। এবার বের হয়ে আসুন>
এরপর https://play.google.com/apps/
publish এই লিঙ্কে ক্লিক করুন,
আপনি আপনার গুগল একাউন্ট
থেকে ইতিমধ্যে লগ আউট না হলে
লিংকটি সরাসরি ই
রিডাইরেক্ট হবে , অথবা লগআউট
হইয়ে গেলে আবার লগইন করে
নিন । এই লিংকটি আপনাকে
আরেকটি নতুন পেইজে নিয়ে
যাবে ,
যেটি দেখতে ঠিক এরকম এখানে লাইসেন্স Agreement এর
চেকবক্স এ ক্লিক করে নিন , এর অর্থ
হলো আপনি অ্যাপলিকেশন
তৈরি করতে চান এবং সেটিকে
পাবলিকলি প্রকাশ করতে চান ।
এগ্রিমেন্টের চেকবক্স ওকে করে
দিলে আপনি চলে যাচ্ছেন
Continue to Payment পেইজে ।
যেখনে গেলে আপনি একটি পপ
আপ পেইজ পাবেন । Start Now তে
ক্লিক করুন।
এটি আপনাকে আরেকটি নতুন
পেইজে নিয়ে যাবে যেখানে
আপনি একটি ফর্ম পাবেন । আপনার
ক্রেডিট কার্ড ইনফরমেশন ও
ডিটেইল ইনফর্মেশন এড করতে
হবে।
Subscribe to:
Post Comments (Atom)
Featured Post
আপনার মোবাইলে HD কোয়ালিটি তে 50 + বাংলা ও বিদেশি চেনেল দেখুন কোনো ধরনের ঝামেলা ছাড়াই(২জি তে ও চলবে)
দরকার শুধু একটুখানি এম বি, তাতেই দেখা যাবে সব টিভি চ্যানেল। দেশীয় চ্যানেলগুলো তো থাকবেই, থাকবে বিদেশিগুলোও। শুধু তা-ই নয়, পাওয়া য...
-
নং শিরোনাম শেষ তারিখ ফাইলসমূহ ১ “জেলা পরিষদ, নেত্রকোনা” – এর অধীনে নিয়োগ বিজ্ঞপ্তি। ১৪/০২/১৭ ২ রাজবাড়ী জেলাধীন বিভিন্ন ইউ...
-
আসসালামুআলাইকুম। কেমন আছেন সবাই??আশা করি ভালো আছেন… অনেক দিন পর আবার ট্রিকবিডি তে লিখছি আজকের পোষ্ট টা যাদের আনলিমিটেড নেট সার্ভিস আছ...
-
Hyperarousal is a specific cluster of post-traumatic stress disorder (PTSD) symptoms that some people with PTSD experience. As the name...
No comments:
Post a Comment