Sunday, September 25, 2016

ডাচ বাংলা এক্যাউন্ট খুলুন ঘরে বসে আপনি নিজেই। আইডি কার্ড ও ছবি কিছুই লাগবে না।

প্রথমে অ্যাপসটা ডাউনলোড করে ওপেন করেন।
ডাওনলোড করতে এখানে ক্লিক করুন
1. লগিন এ ক্লিক করে যে নম্বরে ডাচ বাংলা একাউন্ট করবেন সেটা বসান। ** নম্বরটি চালু রাখতে হবে
2. এবার ওই নম্বরে একটা কল যাবে যেখানে আপনাকে চার ডিজিটের একটা পিন নম্বর চাইবে। পিন নম্বর ইচ্ছামত দিয়ে ওয়েট করেন, ওরাই কল কেটে দিবে
3. কল কেটে যাওয়ার পর এপ্সে অটোমেটিক একটা মেনু আসবে যেখানে আপনার সেট করা পিন নম্বর আর একটা ভ্যারিফিকেশন কোড চাইবে। কোড পাবেন মেসেজের মাধ্যমে, আপনাকে কিছু করতে হবেনা। পিন আর কোড এন্টার করেন, আপনার কাজ শেষ।

4. এবার *322# ডায়াল করে দেখেন আপনার একাউন্ট হয়ে গেছে। এখন ২০ টাকার বেশি আপনার একাউন্টে ক্যাশ ইন করলেই আপনার একাউন্ট একটিভ। আপনি *322# ডায়াল করলে মেনু পাবেন একাউন্ট একটিভ করার পর।
** ন্যাশনাল আইডির ফটোকপি আর এক কপি ছবি এটা আপনার নিরাপত্তাজনিত কারনে যেকোন এজেন্টের কাছে সাবমিট করতে পারেন। আমি আপনাদের যে মেথড দিলাম এটা প্রি-রেজিষ্টার সিস্টেম। এটাতে আইডি/ছবি এডিশনাল, না দিলেও চলে

No comments:

Post a Comment

Featured Post

আপনার মোবাইলে HD কোয়ালিটি তে 50 + বাংলা ও বিদেশি চেনেল দেখুন কোনো ধরনের ঝামেলা ছাড়াই(২জি তে ও চলবে)

দরকার শুধু একটুখানি এম বি, তাতেই দেখা যাবে সব টিভি চ্যানেল। দেশীয় চ্যানেলগুলো তো থাকবেই, থাকবে বিদেশিগুলোও। শুধু তা-ই নয়, পাওয়া য...