Friday, October 14, 2016

বিশ্বের ১৩০টি বিমানবন্দরের Wi-Fi পাসওয়ার্ড জেনে নিন

বিশ্বের ১৩০টি আন্তর্জাতিক বিমানবন্দরের Wi-Fi পাসওয়ার্ড একটা মাত্র মানচিত্রে। আলাদা করে প্রত্যেকটি বিমানবন্দরের পাসওয়ার্ড লিখে রাখার প্রয়োজন নেই। দরকার হবে না পাসওয়ার্ড লিখে রাখারও। একটাই মানচিত্র আপনার কাছে থাকলেই বিমানবন্দরে নেমে Wi-Fi পাসওয়ার্ড ব্রেক করে ইন্টারনেট করা যাবে খুব সহজ ভাবেই। এটাই সেই মানচিত্র-
এই মানচিত্রটি আবিষ্কার করেছেন একজন কম্পিউটার সিকিউরিটি ইঞ্জিনিয়ার। ১৩০টি আন্তর্জাতিক বিমানবন্দরের প্রতি মুহূর্তের আপডেট রয়েছে এই অত্যাধুনিক মানচিত্রে। ইন্টারেক্টিভ ম্যাপে এক একটি করে বিমানবন্দরের ওপর ক্লিক করলেই উইন্ডোর বা দিকে ওই বিমানবন্দরের Wi-Fi পাসওয়ার্ড পাওয়া যাবে। আগামী দিনে এই মানচিত্রে আরও অনেক বিমানবন্দরের আপডেট দেওয়া হবে বলেই কম্পিউটার সিকিউরিটি ইঞ্জিনিয়ার এবং ট্রাভেল ব্লগার অনীল পোলাত।

No comments:

Post a Comment

Featured Post

আপনার মোবাইলে HD কোয়ালিটি তে 50 + বাংলা ও বিদেশি চেনেল দেখুন কোনো ধরনের ঝামেলা ছাড়াই(২জি তে ও চলবে)

দরকার শুধু একটুখানি এম বি, তাতেই দেখা যাবে সব টিভি চ্যানেল। দেশীয় চ্যানেলগুলো তো থাকবেই, থাকবে বিদেশিগুলোও। শুধু তা-ই নয়, পাওয়া য...